Advertisement

Sukanta Majumdar: 'তৃণমূলের থেকে আমাদের শেখা উচিত,' সমালোচনায় BJP রাজ্য সভাপতি

দিলীপ ঘোষকে পাশে বসিয়েই দলের আত্মসমালোচনা করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন,তৃণমূলকে দেখে আমাদের শেখা উচিত। আমাদের ভোটে প্রার্থী ঘোষণা হয়ে গেলে, তাঁকে কী করে হারানো যায়, সে ব্যাপারে বেশ কয়েকজন ভাবেন। পরে যাতে তাঁরা টিকিট পান এই ভেবে। এমন মানসিকতার দ্রুত পরিবর্তন দরকার।

Sukanta Majumdar BJP Leader said we should learn from the TMC

Advertisement