Advertisement

Sandeshkhali News: মাস্টারমশাই সুকান্তর প্রশ্ন, 'লক্ষ্মীর ভাণ্ডার পেতে TMC নেতাদের সঙ্গে শুতে হবে?'

প্রসঙ্গত, বুধবার টাকিতে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে জখম হন সুকান্ত মজুমদার। প্রথমে তাঁকে ভর্তি করা হয় বসিরহাট মাল্টি স্পেশালিটি হাসপাতালে। বুধবার কার্যত পুলিসের চোখে ধুলো দিয়ে ইছামতীর ঘাটে পৌছে যান সুকান্ত-সহ বিজেপি নেতৃত্ব। সেখানেই সরস্বতী পুজো করেন তাঁরা। পুজোর পর পুলিস তাঁদের তুলে ব্যারিকেড করে নিয়ে আসে। সেই সময়ই পুলিসের গাড়ির বনেটে উঠে পড়েন সুকান্ত। নামানোর সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন।

Sandeshkhali News

Advertisement