হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে অবশেষে আমিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। রাজ্যের বিজেপির অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। গত ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন। কিন্তু শুরুতে এই ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশনের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সোমবার এনিয়ে সুকান্ত মজুমদার জানান, 'রবিবার আমি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছি। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে আমিষ খাবারের বিকল্প চালু করার জন্য তাঁকে অনুরোধ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই যাত্রীদের জন্য আমিষ খাবারও পাওয়া যাবে।'