'গেরুয়া পরলেই কেউ বিজেপি হয়ে যায় না। আমি অবাক হয়ে গেলাম, অভিষেকের নেতৃত্বে এত দুর্বল চিত্রনাট্য। পুরোটাই তৃণমূলের সাজানো'। ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।