Advertisement

Sukanta Vs Firhad: 'ছদ্ম হিন্দুদের চিনে নিন', মমতাকে আক্রমণ সুকান্তের, পাল্টা ফিরহাদের

সিংহভাগ হিন্দু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেননি। এমনই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, আমরা মানুষকে এটাই বলব রাবণ জীবনে একবারই গেরুয়া পড়েছিল সীতাকে হরণ করার জন্য।যারা ছদ্ম হিন্দু তাদেরকে চিনে নিন তাহলে হিন্দু সমাজ বাঁচবে। রাবণ যেমন বোকা বানিয়েছিল গেরুয়া পড়ে সেরকম ছদ্ম হিন্দু মমতাকে বিশ্বাস করলেও ঠকতে হবে। পাল্টা আক্রমণ করেন মেয়র ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

Advertisement
POST A COMMENT