Advertisement

Sukanata Majumdar: কলকাতায় বাজি কারখানায় গ্রেনেড! 'বাংলায় উগ্রপন্থীদের আঁতুড়ঘর'

শুধু তারকেশ্বর নয়। বোমা সব জায়গাতেই রয়েছে। মমতা বন্দোপাধ্যায় রাজ্যকে জামাত এবং উগ্রপন্থীদের আঁতুরঘর বানিয়ে ফেলেছেন। এটা নতুন কিছু নয়। এই ভাবেই বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগা হল। এই তোপ দাগেন BJP-র রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। তিনি বলেন, শুধু তারকেশ্বর নয়। বোমা সব জায়গাতেই রয়েছে। মমতা বন্দোপাধ্যায় রাজ্যকে জামাত এবং উগ্রপন্থীদের আঁতুরঘর বানিয়ে ফেলেছেন। এটা নতুন কিছু নয়। এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, কলকাতার বেশ কয়েকটা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাজি ফ্যাকট্রিতে গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেড তো বাজি কারখানায় তৈরি হওয়ার জিনিস নয়।

Sukanta Majumder Said That Bengal Is A Safe Haven For Terrorism

Advertisement