Advertisement

VIDEO: জলমগ্ন ক্যানিং, পরিদর্শনে সুন্দরবন উন্নয়নমন্ত্রী

মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের জলমগ্ন (Canning Waterlogged) এলাকা পরিদর্শনে এলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা (Sundarban Development Minister Bankim Hazra)। জীবনতলা এলাকায় অসংখ্য সাধারণ মানুষ মন্ত্রীকে পেয়ে তাদের জল যন্ত্রণার কথা বলেন। সমস্যার সমাধান দ্রুত হবে বলে তিনি আশ্বাস দেন। মন্ত্রীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লাও।

Sundarban Development Minister Bankim Hazra came to inspects submerged Canning

Advertisement