Advertisement

Sundarban Tiger: নদীর জলে সাঁতার কাটছে দক্ষিণরায়, সুন্দরবনে বাঘ দর্শন পর্যটকদের

সুন্দরবনে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। রায়গঞ্জ থেকে একটি পরিবার সুন্দরবনে ঘুরতে আসেন। বুধবার দুপুরে তারা দেউল ঘরানি জঙ্গলের কাছে নদীর পারে একটি বাঘকে দেখতে পান সুন্দরবন ভ্রমণের সময়। নিজেরাই বাঘটির ছবি মোবাইল ফোনে বন্দি করেন। বাঘটি নদীর পাড় থেকে জলে নেমে সাঁতরে অন্য জঙ্গলে চলে যায়। যা দেখে বেজায় খুশি পর্যটক পরিবার।

Advertisement
POST A COMMENT