scorecardresearch
 

Mamata Banerjee:'এইখানে আমি এতদূরে এসেছি একটাই কারণে,'সুন্দরবনে মমতা বললেন

Mamata Banerjee:'এইখানে আমি এতদূরে এসেছি একটাই কারণে,'সুন্দরবনে মমতা বললেন

সুন্দরবন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালেই নদীপথে যাওয়ার সময় লঞ্চের স্টিয়ারিং ধরেন তিনি। এরপরই নদী সংলগ্ন গ্রামগুলিতে যান তিনি। হাসনাবাদের খাঁপুকুর এলাকায় লঞ্চ থেকে নামেন তিনি। প্রথমে ওখানকার একটি প্রাথমিক স্কুলে যান। বাচ্চাদের নতুন পোশাক দেন। তারপর প্রগতি সংঘের মাঠে এসে মহিলাদের হাতে শাড়ি, চাদর তুলে দেন। এরপর হিঙ্গলগঞ্জে যান গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। গ্রামবাসীদের কাছে শোনেন তাদের অভাব অভিযোগ। আশ্বাস দেন সমস্যা সমাধানের।

Mamata Banerjee-Sundarban Tour