সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষার বেআইনিভাবে চাকরি পাওয়ার দাগীদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। শনিবার রাতে প্রকাশিত হয়েছে সেই তালিকা যেখানে মোট দাগি শিক্ষকদের সংখ্যা দেওয়া হয়েছে 1804 জন। যেখানে হুগলি থেকে কম করে সেই দাগি তালিকায় রয়েছে 175 জন।
Supreme court orders release of list of candidates with fraudulent teacher recruitments in 2016