'চারধামকে পঞ্চম ধাম করা যায় না। এটা খাতায়-কলমে কালচারাল সেন্টার। রাজেশ দৈতাপতিকে দিয়ে নিমকাঠ চুরি করিয়েছে তৃণমূল। ওডিশা পুলিশ ওঁকে আটক করলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবে। চোর মমতা নিমকাঠও চুরি করাল'। বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।