'বিজেপি অস্ত্রে ভাষাই বোঝে। হিংসার বিরুদ্ধে প্রেমের ভাষা ওরা বোঝে না। চৈতন্যদেবের মূল দর্শন ছিল প্রেম। বিজেপি মনে করে, ঘরে ঘরে অস্ত্র ঢুকিয়ে দাও'। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুকে পাল্টা দিলেন ব্রাত্য বসু।