২৬শে বিজেপিকে আনুন। ঘাটাল মাস্টার প্ল্যান করবে বিজেপি'। ঘাটালে গিয়ে 'গ্যারান্টি' দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'৩৪ বছর বামেরা পারেনি। ১৪ বছর থেকে পারেননি মমতাও। বিজেপি ক্ষমতায় এলেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমি ছোট গ্যারেন্টার। মোদী বড় বড় গ্যারেন্টার'।