Advertisement

Suvendu Adhikari: 'এবার জমবে মজা', সন্দেশখালি যাওয়ার পথে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

সন্দেশখালি দিকে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনজন বিধায়ককে নিয়ে বাসে চেপে রওনা দিয়েছেন তিনি। সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি আছে। নিয়ম মেনে তাই তিনজন বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন তিনি। শুভেন্দুর সঙ্গে বাকি যে তিনজন বিধায়ক আছেন তাঁরা হলেন তাপসী মণ্ডল, চন্দনা বাউড়ি এবং শঙ্কর ঘোষ। বাসন্তী হাইওয়েতে তাঁদের বাস পুলিশ আটকালেও পড়ে ছেড়ে দেয়। বাসে চার বিজেপি বিধায়ক ছাড়াও রয়েছেন সাংবাদিকরা। তিনি সাংবাদিকদের বলেন, মমতার জমানা শেষ হতে চলেছে। এবার জমবে মজা।

Advertisement
POST A COMMENT