Advertisement

Suvendu Adhikari On Abhishek Banerjee: শুভেন্দু অভিষেককে 'মোষ পাচারকারী' উপাধি দিলেন, শুনুন পুরো গল্প

পুলিশের ডিজি, উত্তরের জেলার পুলিশ সুপারদের মদতে মহিষ পাচার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার, 6 অগাস্ট তিনি বলেন, জুলাই মাস থেকে নতুন করে উত্তরবঙ্গ দিয়ে মহিষ ও গরু পাচার শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়। পাচারে রাজ্য পুলিশের ডিজি, উত্তরের জেলার পুলিশ সুপাররা জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাচারের রুট থেকে টাকা আদানপ্রদানের কাজটা কীভাবে হয় সেটাও এদিন সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, কন্টেনার গাড়িতে করে এই মহিষগুলিকে পাচার করা হচ্ছে।

Suvendu Adhikari On Abhishek Banerjee

Advertisement