Advertisement

Adina Mosque Vs Adinath Mandir বিতর্কে এবার বড় কথা বলে দিলেন Suvendu Adhikari

'উস্কানি দেওয়ার কাজ আমার নয়। সাম্প্রদায়িক হিংসার সময় মুর্শিদাবাদে দেখা যায়নি ওঁকে। লোকসভা নির্বাচনে সাম্প্রদায়িক কার্ড খেলেছিলেন। বাংলা জানেন না উনি। উস্কানিমূলক পোস্ট করেছেন ইউসূফ পাঠান। পুলিশ ব্যবস্থা নেব না। আমরা আইনত পদক্ষেপ করব'। আদিনা মসজিদ বনাম আদিনাথ মন্দির বিতর্কে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement
POST A COMMENT