Advertisement

Suvendu Adhikari On Arup Biswas: 'আমি ও আমার বাবা নিইনি', শুভেন্দু কোন টাকার কথা বলে দিলেন

11 সালে যেমন উপেন বিশ্বাস টাকা নেননি। 14 সালে কে ডি সিং-কে রাজ্য সভায় পাঠিয়েছিল 65 কোটি টাকা নিয়ে। মমতা ব্যানার্জি টাকাটা ডিল করেননি। মুকুল দাকে নির্দেশ দিত, উনি ডিল করতেন। 11 তে সারদার টাকায় ভোট হয়েছে সবাই জানে। উপেন বাবু সৎ IPS। 14 সালে আমি এবং শিশির বাবু একমাত্র টাকা নিইনি। বাকি 40 জন 75 লক্ষ টাকা নিয়েছেন। দিল্লিতেই ওনাদের ট্রিটমেন্ট করা উচিত। অ্যালকেমিস্ট চিট ফান্ড কান্ডে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari On Arup Biswas

Advertisement