Advertisement

Bengal Bandh: 'একসঙ্গে নবান্ন, কালীঘাট আর লালবাজার অভিযান...', শুভেন্দু যা বললেন এবার

'ছাত্র সমাজ'-এর ডাকে হয়েছে নবান্ন অভিযান। সেই অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার একসঙ্গে তিনটে অভিযানের ইঙ্গিত দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে বনধের সমর্থনে মিছিল থেকে শুভেন্দু বলেন,'একসঙ্গে তিনটে অভিযান হবে- নবান্ন, কালীঘাট আর লালবাজার। ইস্যু, দফা এক দাবি এক মমতার পদত্যাগ'। বিজেপিই কি ডাক দেবে? বিরোধী দলনেতার মন্তব্য,'কারা, কবে করবে জেনে যাবেন'

Advertisement
POST A COMMENT