বিজেপিকে দাঙ্গাকারী বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন,'বিজেপি দাঙ্গা করে হিন্দুদের বাড়ি ভাঙল? মন্দির ভাঙল? তোষণ করতে করতে সব সীমা পেরিয়ে গিয়েছেন। ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ। মন্ত্রিসভায় সিদ্দিকুল্লা আর ফিরহাদ হাকিম! মমতা দাঙ্গাবাজদের রক্ষাকর্ত্রী'।