'মুর্শিদাবাদে দু'জন হিন্দুকে গলা কেটে খুন করে দিয়েছে। বাবার নাম হরগোবিন্দ দাস। ছেলের নাম চন্দন দাস'। এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়,'রেল কার সম্পত্তি? এই ধরনের দেশবিরোধী শক্তির বিরুদ্ধে তদন্ত করুক এনআইএ'।