'রতন টাটার কোম্পানি দয়া করেছেন। মাত্র ৭৬৬ কোটিতে ফয়সালা হয়েছে। আমি থাকলে পশ্চিমবঙ্গ সরকারের কান মুলে ২ হাজার কোটি টাকা আদায় করতাম। টাটার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে সর্ষের বীজ বোনেন। গাছ বেরোয়নি'। সিঙ্গুরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।