Advertisement

Suvendu Adhikari On TET: 'TET-এর নামে 25 কোটির লাভ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের', শুভেন্দু নতুন ট্যুইট...

টেটের নামে 25 কোটির লাভ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের। বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। চলতি বছর টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। আগামী 10 ডিসেম্বর টেট পরীক্ষা নেওয়া হবে। এনিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, টেট পরীক্ষার নামে 25 কোটি টাকা ঘরে তুলছে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিজের দাবির সপক্ষে হিসাবও দিয়েছেন।

Suvendu Adhikari On TET

Advertisement