Advertisement

Suvendu Adhikari: 'মদ খেয়ে বাংলার সংস্কৃতি নষ্ট,' TMC-র শহিদ দিবসকে টার্গেট শুভেন্দুর

'একুশে জুলাই শহিদ দিবস নয়, একটা সরকারি ইভেন্ট। মদ খেয়ে বাংলার সংস্কৃতিকে নষ্ট করে এরা এসব করছে। মানুষকে জোর করে বাস-ট্রেন থেকে ধরে কলকাতায় নিয়ে গিয়েছে। তার মধ্যে ৫০ শতাংশ মিটিংয়ে যায়নি বরং বাড়ি চলে গেছে।' বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের শহিদ দিবসকে নিয়ে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদিন তিনি আরও বলেন, 'রাজনৈতিক দল কর্মসূচি করতেই পারে সাধারণ মানুষের অসুবিধা না করে। আমরা সাধারণ মানুষের অসুবিধা করি না মমতা ব্যানার্জি বা সিপিএমের মতো কথায় কথায় বনধও করি না।'

Advertisement
POST A COMMENT