Advertisement

নন্দীগ্রামে অভিষেক? শুভেন্দুর শুনেই যা বললেন, VIDEO

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বড় ইঙ্গিত দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দল চাইলে তিনি নন্দীগ্রাম থেকে ভোটে লড়তেই পারেন। এবার মুখ খুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'আমি ভাইপোর কোনও কথার কোনও জবাব দেব। নন্দীগ্রাম থেকে আমি পিসিমণিকে হারিয়েছি। ছাব্বিশে মমতা যেন ভবানীপুর থেকেই দাঁড়ান, মেটিয়াবুরুজে আবার চলে না যান। ওখানে আমার কিছু করার নেই। ওটা ISF-কে দেখতে হবে। তাই আমি চাই উনি ভবানীপুর থেকেই দাঁড়ান, ওখান থেকে ওঁকে হারাব।

Advertisement
POST A COMMENT