Advertisement

Murshidabad Unrest: মুর্শিদাবাদের ঘরছাড়াদের সাহায্য করবে গোরক্ষপুর মহন্তপীঠ, জানালেন শুভেন্দু

হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদে ত্রাণের জন্য 'ব্যাপক পরিকল্পনা' নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, '২-৩ সপ্তাহ মাঝে মাঝে যাব, বড় বাড়ি নেওয়া হয়েছে এক মাসের জন্য, রিলিফ ক্যাম্পের জন্য। ম্যাসিভ রিলিফ ওয়ার্ক করব।' তাঁর সংযোজন, 'আমরা একটা বাড়ির প্রোপোজাল দিয়েছি। সেখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। অনেক বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, রান্না করার গ্যাস স্টোভ দিতে হবে। অনেক কাজ আছে। ভাষণে হয় না।'

Advertisement
POST A COMMENT