Advertisement

Suvendu Adhikari Mahua Moitra: 'মা কালীর অভিশাপ পড়েছে, এ জন্মেই...', মহুয়াকে শুভেন্দু খোঁচা

মহুয়া মৈত্রকে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ষষ্ঠীতে পুজো উদ্বোধনে এসে সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করে একের পর এক আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। সাংসদ মহুয়া মৈত্রকে এথিক্স কমিটি ডাকার বিষয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,'দ্রুত কড়া ব্যবস্থা গ্রহণ করুক লোকসভার এথিক্স কমিটি। মা কালীর অভিশাপ পড়েছে। এর আগে বলেছিলেন, মা কালী মদ আর সিগারেট খায় । প্রমাণ হয়ে গিয়েছে মা কালী বা সনাতনী দেব দেবীদের নিয়ে মন্তব্য করলে তার ফল পর জন্মে নয়, এই জন্মেই ভোগ করতে হয়।'

Suvendu Adhikari slams Mahua Moitra

Advertisement