Advertisement

SIR নিয়ে মুসলিম ও হিন্দু শরণার্থীদের তাতাচ্ছে TMC: Suvendu Adhikari

একদিকে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। অন্যদিকে SIR-র এনুমারেশন ফর্ম নিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ মালা রায়রা। শুভেন্দু বলেন, "৩১ অক্টোবর SIR বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস SIR-কে গ্রহণ করেছিল। এদিকে বাইরে NRC বলে মুসলিম ও শরণার্থী হিন্দুদের তাতাচ্ছে। মিথ্যাচার করছে। মানুষকে বিভ্রান্ত করছে।" এই সংক্রান্ত সমস্ত প্রমাণ সহ তথ্যও দেখান শুভেন্দু।

Advertisement
POST A COMMENT