Advertisement

Dukhu Majhi: গাছ লাগানো নেশা হলেও পেটে ভাত নেই 'গাছ দাদুর'র! বাড়ি দেওয়ার আশ্বাস Suvendu র

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদুর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। পাকা বাড়ি তৈরি জন্য প্রথম ধাপে 2 লক্ষ টাকা এবং আগামী দিনে পুরো বাড়ি তৈরি জন্য আর্থিক ভাবে সহায়তা করার আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। পুরুলিয়ার বাঘমুণ্ডি থানার সিন্দ্রি গ্রামে দুখু মাঝির বাড়িতে যান শুভেন্দু অধিকারীর প্রতিনিধি হিসেবে পুরুলিয়া জেলা বিজেপির সহ-সভাপতি গৌতম রায় এবং অন্যান্য সমর্থকরা। সেখানে ভিডিও কলের মাধ্যমে দুখু মাঝিকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari stands by Purulia's Dukhu Majhi

Advertisement