Advertisement

'শেখ শাহজাহান করিয়েছে... পুলিশও যুক্ত ছিল', সন্দেশখালির সাক্ষীর ‘দুর্ঘটনা’ নিয়ে দাবি Suvendu Sukanta এর

'পুলিশের কাছে ইনফরমেশন ছিল না। নাকি পুলিশও যুক্ত ছিল।' শাহাজাহানের সাক্ষীর গাড়ি দুর্ঘটনায় প্রশ্ন তুললেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা অবশ্য সরাসরি শেখ শাহজাহানকেই অভিযুক্ত করে বলেন, 'শেখ শাহজাহান করিয়েছে। শাহজাহান জেলে ফোন ব্যবহার করে। প্রোভাইড বাই মমতা ব্যানার্জি। জীবনকৃষ্ণও ইডি কাস্টডি থেকে ফোন করে। এখানে জেলে থেকে তৃণমূল নেতারা ফোন ব্যবহার করে, যখন যেটা চায়, খেতে পায়। মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ডে রাখা হয়।'

Advertisement
POST A COMMENT