দুর্গাপুর গণধর্ষণকাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, 'আমাকেই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি। বাইরে বাবার সঙ্গে কথা বলতে হয়েছে। সরকার নিজেই ধর্ষক। ধর্ষকদের রক্ষাকর্তা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গণধর্ষণের ঘটনায় যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সেও দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী এবং তৃণমূলের যুব নেতা।'