'জমা নিয়ে খরচ করে দাও'। ধর্ষণ মোকাবিলায় রাজ্যে যোগী মডেল চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, 'এ রাজ্যে সরকারি বা বেসরকারি মেডিক্যাল কলেজ হোক, কেউ কোথাও সুরক্ষিত নন। মিরিক পুলিশ পতাকা ঠিক করছে। লাগাতার এই সব ঘটনা ঘটে চলেছে'।