Advertisement

Suvendu Adhikari: জানেন কি, 'কলকাতার মানুষের একদিনের পেটের নোংরা ফেললে ঢাকা শহর ঢেকে যাবে'

একদিনে কলকাতায় শুধু যে নোংরা বেরয়, ওটা ওখানে ফেলে দিয়ে এলে ঢাকা পড়ে যাবে। BSF-কে জমি দিচ্ছে না। হু হু করে ঢুকছে। সব রোহিঙ্গারা কোথায় আছে আমরা বলে দেব। ধরেত হবে, আর NIA-এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার। বাংলাদেশের সরকারকে কড়া হুশিয়ারী হিন্দুত্ববাদী নেতার। সঙ্গে চরম বিদ্রুপও করা হয়েছে। কলকাতার একদিকের নোংরাতে নাকি ঢাকা নাকি ঢাকা পড়ে যাবে। কী বিস্ফোরক মন্তব্য একবার ভাবুন। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে করে চরম ক্ষোভ উগড়ে দিচ্ছে হিন্দুত্ববাদী নেতারা। সঙ্গে ভারত থেকে সমস্ত সহযোগিতা বন্ধেরও হুঁশিয়ারীও দিয়েছেন।

Suvendu Adhikari's controversial statement on Kolkata and Dhaka

Advertisement