বাংলাদেশি জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা হওয়া ইস্যুতে প্রথম থেকে তাঁকে সরব হতে দেখা গিয়েছিল। বিরোধীদের মধ্যে সব থেকে বেশি তাঁকে ভোকাল ছিলেন তিনি। তিনি ইন্দো-বাংলা বর্ডারে গিয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে সরাসরি হুঁশিয়ারী দিয়েছিলেন। তিনি তাঁদের সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন। বাংলাদেশের লিগাল প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকেই স্বীকৃতি পর্যন্ত দিয়েছিলেন। তারপরেই শুভেন্দু বাংলাদেশের মৌলবাদী সংগঠণের কর্তাদের চোখের বিষ হয়ে ওঠে। এরপরে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর উপরে বড়সড় হামলা হতে পারে বলে সতর্ক করেছে সেন্ট্রাল আইবি।