মহরম সেই উপলক্ষেই চলছে তাজিয়া তৈরির কাজ করা হয় বিভিন্ন জায়গায়। রঘুনাথগঞ্জ বালিঘাটায় বীরভূম, ঝাড়খান্ড-সহ বিভিন্ন জায়গা থেকেই তাজিয়া তৈরির জন্য বরাত আসতো এলাকার শিল্পীদের কাছে। এবছর বিভিন্ন জায়গা থেকে বরাত পেলেও কাজ ধরতে অস্বীকার করেছেন এলাকার শিল্পীরা। তিন বন্ধুতে একটি তাজিয়া তৈরি করছেন এই বছর। তাঁদের দাবি হারিয়ে যাচ্ছে শিল্প। পেটের টানে পাড়ি দিতে হচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে।
Tajia making Artist struggles on muharram