Advertisement

Bhangar: ভাঙড়ে শিক্ষককে চড়-ঘুসি Saokat Molla ঘনিষ্ঠ TMC নেতার! 26র ভোটে জবাব দেবে মানুষ?

মেদিনীপুরে ফুটবল মাঠে রেফারির পেটে সজোরে লাথি মারার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতার ভাইপো। এবার ঘটনাস্থল ভাঙড়। খেলা দিবসে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষককে এলোপাথাড়ি কিল, চড় ঘুসিতে আক্রান্ত শিক্ষক। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় জুড়ে। অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম। তিনি ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। তার বিরুদ্ধে উত্তর কাশীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষক। প্রতিবাদে থানার সামনে বসে পড়েন ছাত্ররা।

Teacher assaulted during football match in Bhangar

Advertisement