Advertisement

West Bengal Weather Update : হাত-পা জমে বরফ! কনকনে শীতের ইনিংসেই New Year এর শুরু?

২০২৫-এর শেষ লগ্ন। সামনেই ২০২৬। আর এই বর্ষ শেষের মরশুমে ঝোড়ো ব্যাটিং করছে শীত। এই পরিস্থিতিতে আরও নামল তাপমাত্রা। রবিবারের চেয়ে সোমবার তাপমাত্রার আরও পতন হয়েছে। জানেন সোমবার শহর Kolkata ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে? হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সঙ্গে রয়েছে কুয়াশা।

Temperature drops further in kolkata and surrounding areas in 2025 end

Advertisement