Advertisement

Weather Update: 72 ঘণ্টায় আবহাওয়ার বড় ভেলকি! কনকনে ঠান্ডায় হু হু করে কত ডিগ্রিতে নামবে পারদ?

শনিবার, ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর চপার অবতরণে ভিলেন ছিল কুয়াশা। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। এদিন হঠাৎ করেই দিনের তাপমাত্রা নেমে যায় ২১ ডিগ্রির ঘরে। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রায় ৫ ডিগ্রি ফারাক হয়ে গিয়েছে। স্বাভাবিক নিয়মে শীতের দিনে সকাল সাড়ে ৯ টা বা ১০ টা থেকে ঝলমলে রোদ ওঠে। সেদিক দিয়েও আজকের দিনটা কিছুটা ব্যতিক্রমী। কারণ শনিবার প্রায় সকাল ১১ টা পর্যন্ত সেইভাবে রোদের তেজ বাড়েনি। ফলে ভোরের কুয়াশাচ্ছন্ন আকাশ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে গিয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে দৃশ্যমানতায়।

Temperature drops suddenly by five degrees during prime minister's chopper landing

Advertisement