হাওড়ার আলমপুর এলাকায় জাতীয় সড়কের উপরে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে এই কারখানাতে আলুর চিপস তৈরি করা হয়। কারখানার পেছনদিকে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ রেখে দেওয়া রয়েছে বলে জানা গেছে। আর সেই থেকেই আগুন আরও বিধ্বংসী রূপ নিয়েছে বলেই স্থানীয় বাসিন্দারা জানান। কারখানার অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও ক্ষোভ দেখান তাঁরা।
terrible fire took place at the chips factory of howrah