Advertisement

TET Candidates Agitation Viral: 'খোকা ওষুধ শেষ, কিনে আনতে পারবি! গরিব চাকরিপ্রার্থীর বাবার আর্তি শুনুন

কারোর মেয়ে চাকরি পাননি, কারোর আবার ছেলে ইন্টারভিউ দিতেই পারেনি। সব মিলিয়ে রাজপথে চাকরি চাইতে চাইতে এখন তারা ক্লান্ত। বলা যেতে পারে পরিশ্রান্ত। কেউ বাবার ওষুধ কিনে দিতে পারছেন না। কেউ মা ও তার পরিবারের পাশে থাকতে পাচ্ছে না। কারণ নিয়োগ দুর্নীতিতে তারা এখনও বেকার হকের চাকরি পাচ্ছেন না তারা। তাই এখন রাজ পথে প্রতিবাদে সেই অসহায় পরীক্ষার্থীদের বাবা মা। ছেলে ও মেয়ে কবে চাকরি পাবেন তানিয়ে দেশে হারা বাবা মা এখন সরকারের দিকেই তাকিয়ে আছেন। সন্তান ওষুধ এনে বাবার মুখে তুলে দেবেন সেটাই তো চান বাবা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা হচ্ছে কোথায়।

TET Candidates Agitation Went Viral

Advertisement