scorecardresearch
 
Advertisement

Nadia Missing Girl: কর্তব্যরত ট্রাফিক পুলিশের তৎপরতায় সতেরো বছর পর মেয়েকে ফিরে পেলো পরিবার

Nadia Missing Girl: কর্তব্যরত ট্রাফিক পুলিশের তৎপরতায় সতেরো বছর পর মেয়েকে ফিরে পেলো পরিবার

পুলিশের তৎপরতায় অবশেষে বাড়ি ফেরা হল। মাঝে কেটেছে দীর্ঘ কয়েক বছর। জানা যায়, অবশেষে সতেরো বছর পর মেয়েকে ফিরে পেল পরিবার। 17 বছর পর যেন বাড়িতে ফিরে এল খুশির হাওয়া। 17 বছর আগে শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ওই মহিলা। অনেক খুঁজেও পাওয়া যায়নি। অবশেষে মিলল সন্ধান। জানা যায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ জাতীয় সড়কের ডিউটিরত অবস্থায় রানাঘাট ঘাটিগাছা এলাকায় রাস্তার পাশে ভবঘুরে অবস্থায় এক মহিলাকে দেখতে পান। তখন তার নাম পরিচয় জানার চেষ্টা করলেও সম্ভব হয়নি। এরপরই কর্তব্যরত রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ওসি অলোক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় জানতে পারেন মালদার ভগবানগোলা এলাকায় মেয়েটির বাড়ি কোথায়। এরপরই পরিবারের সাথে যোগাযোগ করেন তিনি। তড়িঘড়ি বাড়ির লোক খবর পেয়ে গাড়ি নিয়ে আসেন মেয়েটিকে নিতে।

The family got the girl back after seventeen years due to the action of the traffic police on duty

TAGS:
Advertisement