Advertisement

Santipur Thief: আলুভাজা ছাড়া খাব না! লকআপে 'জামাই আদর' চেয়ে উৎপাত চোরের!কী কাণ্ড দেখুন

থানায় বা জেলে আসামিদের বিভিন্ন ধরনের কার্যকলাপের কথা শোনা যায় । তবে এবার এক চোরের কীর্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কীর্তির থেকেও বলা ভাল ডিমান্ড। আলুভাজা ছাড়া ভাত খাব না, এমনটাই দাবি চোরের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার। জানা গিয়েছে, সম্প্রীতি পরপর তিনটি চুরির ঘটনার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। নদিয়ার তাহেরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির ঘটনা বাড়ছিল। তদন্ত নেমে তাহেরপুর থানা এলাকা থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহ পাকড়াও করে পুলিশ। এরপর থেকেই হয়রানির শেষ নেই পুলিশের।

Thief demands Alubhaja Rice in Santipur police custody

Advertisement