টাইটানিক। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিলাস বহুল অভিশপ্ত জাহাজ। এক শতাব্দীরও আগে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে ডুবে গিয়েছিল উত্তর আটলান্টিক মহাসাগরে। ছোট থেকে বড়, প্রায় সবাই কোনও না কোনও সময় টাইটানিকের গল্প শুনেছে। আর ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা টাইটানিকের দৌলতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় টাইটানিকের ঘটনা। ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরনের এই সিনেমা ১১টি অস্কার জিতে নেয়। সেই স্বপ্নের জাহাজকেই যেন বাস্তবে ফিরিয়ে এনেছেন দুর্গাপুরের এক বাসিন্দা।
Titanic ship replica brought to life in Durgapur