Advertisement

Sandeshkhali: শাহজাহানের গড়ে TMC-BJP তুলকালাম, স্থানীয়দের ঝাঁটার বাড়ি বহিরাগতদের

শেখ শাহজাহান আর সন্দেশখালি এই নাম দুটো এখন রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসছে। এবার ফের উত্তপ্ত হল সন্দেশখালি। বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তেজনা সন্দেশখালিতে। তৃণমূলের বিক্ষোভ তুলতে ঝাঁটা , লাঠি হাতে এলাকার বাসিন্দারা বিক্ষোভস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়ায় সন্দেশখালি থানা সংলগ্ন এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষনের মধ্যেই গ্রামবাসীরা বিক্ষোভকারীদের তাড়া করে। তৃণমূলের বিক্ষোভস্থল ছেড়ে সন্দেশখালির বিদ্যাধরী নদী পেরিয়ে পালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা । কয়েকজন নদীতে পড়ে গেলে নৌকার মাঝিরা তাদের উদ্ধার করে।

TMC BJP Clash In Sandeshkhali

Advertisement