আগামী ৩০শে অক্টোবর রাজ্যে চার বিধানসভার উপ নির্বাচন। আজ শেষ ভোট প্রচার। আজ গোসাবা ব্লকের বিভিন্ন নদীতে ১০টি বোটে করে প্রায় কয়েকশো তৃনমূল কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার শুরু করেন তৃনমূল প্রার্থী সুব্রত মন্ডল। আজ সকালে সুন্দরবনের গোসাবা ব্লকের বিদ্যা,গাড়াল, গোমর নদীসহ বিভিন্ন নদীতে বোটে চড়ে ভোট প্রচার করেন তিনি।
TMC candidate campaigning in Gosaba by boat