Advertisement

Anubrata Mondal Speech: ‘ঈশ্বর-আল্লাহ মাফ করবে না...’ দলীয় কর্মীদের এবার কী বার্তা অনুব্রতর ?

ফের সংহতির সুর অনুব্রত মণ্ডলের গলায়। বীরভূমের মহম্মদবাজারে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে এসে এদিন অনুব্রত মণ্ডল বলেন, “বন্ধু কয়েকটা কথা আমি বলতে এসেছি, আমরা কোনও ঝগড়াঝাটি করব না। আমরা সবাইকে নিয়ে চলবো। সবার কাজ করে দেব। ঝগড়া করলে বার্তাটা ভালো যায় না। কিসের ঝগড়া? আমার সঙ্গে তো কারও ঝগড়া নেই। যদি আমি ভুল করি, তাহলে আমার ভুলটা ধরিয়ে দেবেন।” পাশাপাশি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, ভালো করে কাজ করুন, খ্যাঁক খ্যাঁক করে না। কাজ না করলে, মানুষের কথা না শুনলে ঈশ্বর-আল্লাহ আপনাকে ক্ষমা করবে না।” তবে সংবাদ মাধ্যমের প্রশ্নে জেলা সভাপতি কাজল শেখের অনুপস্থিতির প্রসঙ্গ এদিনও এড়িয়ে যান অনুব্রত মণ্ডল।

Advertisement
POST A COMMENT