Advertisement

Birbhum: বীরভূমে Kajal VS Anubrata র প্রতিহিংসায় মরছে TMC নেতারা! 26এ Mamata Birbhum দখলে রাখতে পারবেন?

Santiniketan Police Station র Kankalitala এলাকা থেকে উদ্ধার হল TMC নেতার দেহ। এই ঘটনায় জানে শেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের তরফে ৷ মৃতের নাম মদন লোহার, বয়স হয়েছিল ৫০ বছর। কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের ধোলটেকুড়ি গ্রামে প্রাক্তন বুথ সভাপতি ছিলেন মদন লোহার । শনিবার,১৩ ডিসেম্বর থেকে নিঁখোজ ছিলেন তিনি ৷ রবিবার, ১৪ ডিসেম্বর মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার হয় ৷ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে৷ কান্নায় ভেঙে পড়ে মৃতের স্ত্রী কল্যাণী লোহার বলেন, "খুঁজে পাচ্ছিলাম না ৷ মেরে দিয়েছে মানুষটাকে ৷ কী কারণে কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।"

TMC leader Madan Lohar found dead in Kankalitala area

Advertisement