Advertisement

Abhishek Banerjee: 'টিজার দেখালাম, তিন মাস পর সিনেমা দেখাব', নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রামে দাঁড়িয়ে ফের একবার শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের এক সভা থেকে অভিষেক বলেন, “পূর্ব মেদিনীপুরে কয়েকটা জঞ্জাল, কারচুপি করে যারা ভোটে জিতেছে, আমি বিশ্বাস করি যদি আগামী দিনে বিচার ব্যবস্থা নিরপেক্ষ হয়, বিচার তাদের হবেই। এবং পুরো ইলেকশন বাতিল হয়ে গিয়ে নন্দীগ্রামের মানুষ আরেকবার সঠিকভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। আজকে আমি আপনাদের বলব আপনারা ভয় পাবেন না, ভয় পেলে চলবে না, রাজনীতিতে ভয়ের কোন জায়গা নেই। মেরুদণ্ড সোজা রেখে লড়াই করতে হবে। তিন মাস পর আমি আবার নন্দীগ্রামে আসব,  আজকে ছোট্ট একটা টিজার দেখিয়ে গেলাম, বাকি সিনেমাটা তিন মাস পর দেখাব। যারা দিল্লির দালালি করছে আগামী দিন এমনভাবে জবাব দিন, যেন নন্দীগ্রামে ঢোকাতো দূরের কথা, কাঁথির বাড়ি থেকে বেরোতে এদের সাহস না হয়।”

Advertisement
POST A COMMENT