রাফাল ও পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায় সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের করে বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাড়ি যত বাড়ছে ততোই ওনার অপদার্থতা আর করাপশন বাড়ছে।' কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরো বলেন, '২০২৪- এ যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন না তখন ওনার কেনা গোলাম সিবিআইও ওনাকে বাঁচাতে পারবে না।' তৃণমূল সাংসদ ফরাসি সরকারকে রফাল দুর্নীতি বিরুদ্ধে সঠিক তদন্ত করে দোষীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করার অনুরোধ করেছেন।