হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে তৃণমূল (TMC) সাংসদদের কোন্দল চলে এল একেবারে প্রকাশ্যে। সাংবাদিক বৈঠক করে দলেরই সাংসদ সৌগত রায়, কীর্তি আজাদ এবং নাম না করে একজন মহিলা সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । প্রথম দুজনের নাম মুখে আনলেন। মহিলা সাংসদের নাম উচ্চারণ করেননি তিনি। তবে যা যা বলেছেন, তাতে সকলেই বুঝতে পেরেছেন কাকে নিশানা করলেন কল্যাণ। বললেন, সব চোরগুলো এক জায়গায় চলে এসেছে। এটা ভাল জিনিস হয়েছে। কেউ উপহার নিচ্ছে, কেউ লন্ডনে যাচ্ছে। কেউ টাকা খাচ্ছে। দু-নম্বরি লোকেদের এক জায়গায় আসতে বেশিক্ষণ কেসময় লাগে না।