বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে। যার প্রতিবাদে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আবার এসআইআর ইস্যুতেও সরগরম রাজনৈতিকমহল। আর এবার গোটা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। উত্তরপাড়ার মাখলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন, যারা বাংলাকে ছোট করবে, বাংলা ভাষাকে ছোট করবে, তাদের আমরা কখনও মেনে নিতে পারব না। সব ধর্ম জাতি এবং সব ভাষাভাষীর মানুষকে শ্রদ্ধা করি। কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায়, বাংলা ভাষায় কথা বললে কাউকে যদি গ্রেফতার করে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব। বাংলা আমার দৃপ্ত স্লোগান, এই স্লোগানের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। বাংলা ভাষাকে সহ্য না করতে পারলে থাকবেন না।
TMC MP Kalyan Banerjee targets Narendra Modi over Bengali language issues